নিজস্ব প্রতিবেদক:‘জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নিতে এ প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষেরা জ্ঞান ও গবেষণার মাধ্যমে একদিন মহাকাশ জয় করবে। উন্নয়নের পথে যে যাত্রা শুরু হয়েছে তা যেন থমকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।’
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সপারভাইজার সানজিদা খাতুন, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন। অতিথিবৃন্দ এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক নাজমুল লায়লা।
সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন

