সাতক্ষীরায় মানব পাচার মামলায় যুবলীগ নেতা তুহিন গ্রেফতার

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 42 ভিউস

প্রধান প্রতিবেদক: সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে সদ্য বহিস্কৃত ও সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে আটক করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তুহিন সাতক্ষীরা শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্স পাল্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছিল। গত ৭ অক্টোবর সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাসী চালিয়ে বিপুল পরিমান কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলার পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!