সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 58 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ )সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মোশাররফ হোসেন মশুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!