ফিরোজ হোসেন: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকায় একাধিক মামলার আসামী মানবপাচারকারী সাইফুল ইসলামকে পুলিশ অবশেষে আটক করেছে। শনিবার সকালে সাতক্ষীরা সদর থানার এসআই শরিফ এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে তার বাসা থেকে গ্রেফতার করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এলাকাবাসীর আতঙ্ক ও সকলে তাকে ক্রস সাইফুল নামে চেনে। সে কাটিয়া লস্কর পাড়া এলাকার মৃত খায়রুল সরদারের পুত্র। সাইফুল ইসলামকে গ্রেফতার করায় এলাকাবাসি স্বস্তির নিশ্বাস ফেলেছে। ঘটনা সূত্রে জানাযায় চাঁদাবাজী,মাদক ব্যবসা, নারী ও শিশু নির্যাতন, নারী পাচারকারীসহ সদর থানায় সাইফুলের নামে জি,আর ৫৩১/১৫, ৮৫৫/১২,৭৪/১০, ১০২০/১১ মামলাসহ একাধিক মামলা চলমান আছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, তার অপরাধের বিষয় বললে লস্কর পাড়া এলাকার মাহী রহমানকে মারধর করে জখম করে। গত ২৭ আগষ্ট রাজার বাগান কলেজ এলাকায় মৃত মাওলা বক্সের পুত্র মো. আনারুল ইসলামকে পথ গতিরোধ করে নির্মমভাবে হামলা চালিয়ে জখম করে আহত করলে পুলিশের নজর আসলে তাকে আটক করে।
তার অত্যাচারের হাত থেকে রেহায় পেতে এলাকার শতাধিক মানুষ সদর থানায় লিখিত অভিযোগ প্রদান করেছে।তাছাড়া এলাকায় কোন ঘটনা ঘটলেই সেখানে হাজীর হয়ে ফায়দা লুটার চেষ্টা করে। এখানে শেষ নয়, সাইফুলের বিরুদ্ধে রয়েছে ডাকাতির অভিযোগ। বিদেশে সিন্ডিকেটের মাধ্যমে নারী পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাতক্ষীরা শহরের একাধিক মামলার আসামী সাইফুল ইসলাম আটক

