মাষ্টার আছাদুল, ধুলিহর (সাতক্ষীরা সদর) প্রতিবেদক: সাতক্ষীরা সদর ধুলিহর ৬৭নং ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাংলা ও ইংরেজি সাবলীল ভাবে শতভাগ পঠন নিশ্চিতকরন এবং মুজিব বর্ষ উদযাপন বিষয়ক মতবিনিময় সভা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম মফিজুল ইসলামের বিদায় ও নবাগত মো. মাসুম বিল্লাহ এর বরন অনুষ্ঠিত হয়েছে ।
মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহ, বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস. এম মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, আ. গনি, নাজমুল করিম, মইনুদ্দিন, নুরুল আমিন, রেবেকা সুলতানা প্রমূখ । এছাড়াও উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ক্লাস্টারের ৩৫জন প্রধান শিক্ষক।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্যাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত কর্মকার।