সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 50 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩ উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, শেখ মোবাশশেরুর রহমান, শ্যামল কুমার দাশ, বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক জি.এম আলতাফ হোসেন, মো. রুহুল কুদ্দুস, রজনীকান্ত, বিপ্লব মন্ডল, কাবিজুল ইসলাম, শাহিনুর রহমান, সোমা দাস, রাশেদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে দেশাত্ববোধন সংগীত, বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!