সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

কর্তৃক porosh
০ কমেন্ট 23 ভিউস

জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন তিনি। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।‘

শুক্রবার (৩ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা যে কোনো দুর্যোগ মোকাবিলায় সবসময় অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী। যারা অসুস্থ তাদেরকেও তিনি ভুলে যাননি বরং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে সরকার, যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে।’

শুক্রবার ১৪০ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মধ্যে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!