সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক: মির্জা ফখরুল

কর্তৃক porosh
০ কমেন্ট 21 ভিউস

রাজনীতি ডেস্ক:

ভারতে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ মার্চ) বিকালে রাজধানীর উত্তরা পূর্ব থানার আওউয়াল এভিনিউ সড়কে পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল। এরপর তাকে ভারতে ফেলে আসা হয়। সেখানে তিনি মামলায় কারাবরণ করেন। সেখানকার আদালত তাকে মুক্ত করে দিয়েছে। এখন পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আজ দাবি জানাচ্ছি, শিগগিরই মুক্তি দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।’

দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা রিজভীসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।’

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!