সিরাজগঞ্জে মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

কর্তৃক porosh
০ কমেন্ট 24 ভিউস

জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মারপিটে চায়না খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সলঙ্গার নাইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিহতের ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। মৃত বৃদ্ধা নাইমুড়ি এলাকার মৃত আলহ্বাজ আলীর স্ত্রী।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়ির নিচে চাপা পড়ে শরিফুলের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এ নিয়ে তার মা চায়না খাতুনের সাথে শরিফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল তার মাকে মারপিট করে আহত করে। পরে বাড়িতে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু রাত ১০টার দিকে মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!