সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রান্তীকে শুভেচ্ছা স্মারক প্রদান

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 92 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আফঈদা খন্দকার প্রান্তীকে সুলতানপুর ক্লাব,সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠী,৪নং ওয়ার্ড আওয়ামিলীগ পৌর শাখার পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুলতানপুর ক্লাবে প্রান্তীকে শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,শেখ নাসেরুল হক,কবিরুল হাসান বাদশা,কাউন্সিল কাজী ফিরোজ হাসান, অনিমা রানী মন্ডল, কাজী আক্তার হোসেন খন্দকার আরিফ হাসান প্রিন্স,শেখ কামরুল হক চচ্ঞল,শেখ মোসফিকুর রহমান মিলটন, বেল্লাল হোসেন, শহিদুল ইসলাম, শাহিদুর রহমান শাহীন, মিয়ারাজ,জিল্লুর রহিম, আঃরশিদ,বীর মুক্তিযোদ্ধা তোয়েবুর রহমান শান্ত,তুহিন,ইকবাল,বাবন,দিপুসহ সকলে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!