হারের পরে একা ফিরলেন মেসি

কর্তৃক porosh
০ কমেন্ট 45 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি খেলবেন জাদুকরের মতো, এমনটাই প্রত্যাশা ভক্তদের। কিন্তু রেনের বিপক্ষে নিষ্প্রভ মেসিকে দেখে অনেকেই হতাশ হয়েছেন। স্বয়ং মেসিই খেলা শেষে মলিন বদনে ড্রেসিংরুমে ফিরেছেন একা হয়ে।

রোববার (১৯ মার্চ) রাত ১০টা ৫ মিনিটে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামে পিএসজি। ম্যাচটিতে ২-০ গোলের ব্যবধানে হারে মেসির ক্লাব পিএসজি। রেনের হয়ে গোল করেন কার্ল একামবি এবং আর্নাউদ কালিমুন্দো।

ম্যাচটিতে মেসি ভক্তরা অনেক প্রত্যাশা নিয়ে মাঠে এসেছিলেন। যখন মেসি মাঠে নামেন, তখন হাততালি ও বাঁশিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। কিন্তু ভক্তদের মন রক্ষা করতে পারেননি বিশ্বকাপজয়ী তারকা। এমনকি ফরাসি তারকাও কিলিয়ান এমবাপ্পেও থেকেছেন নিষ্প্রভ।

খেলা শেষে ভক্তদের হতাশা দেখে ভেঙে পড়েন মেসি। ভুগতে থাকেন অস্বস্তিতে। সম্প্রতি ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি’অর জয়ী তারকা মেসির কাছে প্রত্যাশার চাপ বেশিই থাকবে এমনটিই স্বাভাবিক। কিন্তু খ্যাতির ছাপ বিগত কয়েকটি ম্যাচে দেখা যায়নি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে মেসিদের বিদায়কে অনেকেই ভালোভাবে নিতে পারেননি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক খবরে বলেছে, চ্যাম্পিয়ন্স লিগে হারের কারণে শুধু মাঠে নয়, ফ্রান্সের শহরেও মেসিকে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। এদিকে লিগ ওয়ানের ম্যাচে রেনের বিপক্ষে হারের পরে এই চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

চলতি মৌসুমে পিএসজির হয়ে ২৩ ম্যাচ থেকে ১৩ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন মেসি। নেইমার ২০ ম্যাচ থেকে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন। আর এমবাপ্পে ২৪ ম্যাচ থেকে ১৯ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!