১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

কর্তৃক daily satnadee
০ কমেন্ট 93 ভিউস

শিক্ষা ডেস্ক:   করোনা সংকটের কারণে ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা স্থগিতের আদেশ জারি করে।

আদেশে বলা হয়, ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

প্রসঙ্গত, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ ও ১৬ মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা-১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এনটিআরসিএ এর সম্পূর্ন নোটিশ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

2020-04-26-12-25-eb6505f96b469ef2ced9283e0adbb5f9.pdf 2020-04-26-12-25-eb6505f96b469ef2ced9283e0adbb5f9.pdf



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!