৩২ মণ ওজনের দুই ষাঁড়ের দাম সাড়ে ৭ লাখ টাকা

কর্তৃক porosh
০ কমেন্ট 36 ভিউস

জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ৩২ মণ ওজনের দুইটি ষাঁড়ের দাম হাঁকা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এই মেলার আয়োজন করে।

শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় জেলা শহরের হরিমহন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় এই ষাঁড় দুটিকে প্রদর্শনের জন্য আনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিমিল ইউনিয়নের জামতলা এলাকার মেসার্স আতিক অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে এই ষাঁড় দুটিকে পরম যত্নে দেখভাল করা হয়। এরমধ্যে প্রায় চার বছর বয়সী একটি ষাঁড়ের ওজন ৭৩০ কেজি। কালো বর্ণের এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। আরেকটি লালচে কালো বর্ণের ৫৭৫ কেজি ওজনের, বয়স প্রায় ৩ বছর। এটির দাম হাঁকা হয়েছে ৩ লাখ টাকা। এই ষাঁড় দুইটির মোট ওজন ৩২ মণ।

ষাঁড় দুটির দেখাশোনার দায়িত্বে থাকা আতিক ডেইরি ফার্মের কর্মচারী রেজাউল বলেন, ৭৩০ কেজি ওজনের ষাঁড়টি বিদেশি জাতের। এছাড়াও ৫৭৫ কেজি ওজনের ষাঁড়টি দেশি জাতের। অন্যান্য আরও আট দশটি গরু যা খায়, এই দুটো ষাঁড়ও তা খায়।

এর আগে ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার রওশন আলী। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. কবির আহমেদ, জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনজের আলম মানিক, পোলটি অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল ইসলাম বাবু প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!