৯১ হাজার মামলা সমাপ্তির জন্য ট্র্যাক সফটওয়্যার অত্যন্ত সহায়ক

কর্তৃক porosh
০ কমেন্ট 27 ভিউস

জাতীয় ডেস্ক:

ট্র্যাকিং সিস্টেম সলট্র্যাক সফটওয়্যার চালু হওয়ায় সুপ্রিম কোর্টে সরকারের যে ৯১ হাজারের অধিক মামলা আছে সেগুলির সুষ্ঠু পরিসমাপ্তিতে সহায়ক হবে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।

রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার (৫ মার্চ) দুপুরে সরকারি মামলা ট্র্যাকিং সিস্টেম সলট্র্যাক সফটওয়্যারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ৯১ হাজারের বেশি সরকারি মামলা উচ্চ আদালতে ঝুলে আছে। সেগুলো ট্র্যাকিং ও এগুলোর সুষ্টু পরিসমাপ্তি জন্য এ সফটওয়্যার অত্যন্ত সহায়ক হবে।

এসময় দেশের উচ্চ আদালত ৯১ হাজারের বেশি সরকারি মামলা ঝুলে আছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে সলট্র্যাক সফটওয়্যারের উদ্ভোধন অনুষ্ঠান আয়োজিত হয়। এতে আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ারের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এসময় মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, সরকারি মামলা পরিচালনার সময় পরস্পরকে দায়ী করি। এটি কালচার হয়ে গেছে। ৯৫ শতাংশ মামলায় সরকার হেরে যায়। অনেক সময় জানতেও পারে না। সলট্রাক এর মাধ্যমে লাখ লাখ মামলা জট কমিয়ে আনা যাবে বলে মনে করেন তিনি।

এর আগে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ভার্চুয়ালে যুক্ত হয়ে একটি মামলার তথ্য নিয়ে কিং সিস্টেম সলট্র্যাক সফটওয়্যার ব্যবহারের নানান নিয়ম ও পদ্ধতি দেখান। এসময় তাকে সহযোগিতা করেন সলিসিটর (যুগ্ম সচিব) রুনা নাহিদা আক্তার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!