নষ্ট সময়’—-ড.এস এম, মনির-উজ-জামান
যাবেই যদি চলে
তবে কেন এসেছিলে?
জানি তোমার কিছু নেই বলার
নেই প্রয়োজন সময় নষ্ট করার
সেই ভালো
তাহলে দেরি করে
কি হবে বলো,
এবার নোঙর তোল।
উড়ছে আকাশে চপার
প্রতিক্ষায় শুধু তোমার।
কালের যাত্রার সাথে
শুভ হোক লগ্ন এবার
যে তোমার নয়…