অপহৃত ভারতীয় কিশোরী টঙ্গী থেকে উদ্ধার

কর্তৃক porosh
০ কমেন্ট 50 ভিউস

জাতীয় ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে অপহৃত এক কিশোরীকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই কিশোরীর নাম শ্রীজা পাল।

গতকাল বৃহস্পতিবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন- ১১) এর একটি দল কিশোরীকে উদ্ধার করে।

এপিবিএন-১১ এর সহ অধিনায়ক (অপারেশনাল কমান্ডার) রহিমা আক্তার লাকী এ তথ্য জানান।

তিনি বলেন, ওই কিশোরী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁও, দেবগড় গ্রামের প্রদীপ পালের মেয়ে। গত ২০ জানুয়ারি প্রদীপ পাল বনগাঁও থানায় একটি মামলা করেন। এতে উল্লেখ করা হয়, খুলনার বাটিয়াঘাটা থানার চক্রাখালী গ্রামের কমলেশ বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস তার ১৪ বছর বয়সী শিশু কন্যা শ্রীজা পালকে অপহরণ করে ঢাকার আশেপাশে কোথাও অবস্থান করছে। পরে বিষয়টি ভারতীয় হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশকে এ বিষয়ে জানানো হয়। এরপর এপিবিএন-১১ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া রসুলবাগের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে এবং কৌশিক বিশ্বাসকে গ্রেফতার করে। এপিবিএন সদর দফতরের এলআইসি শাখা ও এপিবিএন-১১ এর সাইবার টিমের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!