আইসিসির মার্চের সেরা ক্রিকেটার সাকিব

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 51 ভিউস

স্পোর্টস ডেস্ক :

আইসিসির মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার সেরা হওয়ার পথে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হারিয়েছেন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিতে ৭১ বলে ৭৫ রান করেন ও চার উইকেট নেন তিনি।

ওয়ানডের পর টি-২০ সিরিজেও ছন্দে ছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পথে তিন ম্যাচেই উইকেট নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ২৪ বলে ৩৪ রান করেছিলেন তিনি।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও ছন্দে ছিলেন তিনি। শুরুতে ৯৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। মার্চে ১২ ম্যাচ খেলে তিনি ৩৫৩ রান করেছেন এবং ১৫ উইকেট নিয়েছেন।

সেরা হয়ে সাকিব বলেছেন, ‘পুরস্কার জিতে আমি সম্মানিত। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ। এই পুরস্কারকে আমি বিশেষ মনে করি, কারণ মার্চে অনেকেই দারুণ পারফরম্যান্স করেছেন। গত মাসে আমার পারফরম্যান্সের হাইলাইট করলে বলবো, ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয় সেরা।’



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!