আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

কর্তৃক porosh
০ কমেন্ট 27 ভিউস

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টিতে ইংলিশ বধে নায়ক বনে গেছেন মেহেদী হাসান মিরাজ। ধারণা করা হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো করবেন তিনি। কিন্তু এরই মধ্যে এসেছে দুঃসংবাদ। অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন তিনি।

শুক্রবার (১৭ মার্চ) সকালে আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। সেখানেই ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন মিরাজ। এরপরে তাকে নেয়া হয়েছে হাসপাতালে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘অনুশীলনের সময়ে মিরাজের চোখে ফুটবল লেগেছে। ইতোমধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। এখন চোখের চিকিৎসক দেখাতে হবে। দেখা যাক কী হয়।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) দলের সঙ্গে সিলেট পৌঁছান মিরাজ। একদিন বিশ্রাম নিয়ে আজ অনুশীলনে নেমেছিলেন তিনি। সেখানে ফুটবল নিয়ে গা গরম করার সময়ে তার চোখে আঘাত হানে। এরপরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মিরাজ। প্রথম ম্যাচটিতে দলে না থাকলেও দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক বনে যান তিনি। বল হাতে তুলে নেন ৪ উইকেট। আর ব্যাট থেকে আসে ২০ রান। এছাড়া ওয়ানডে সিরিজে ব্যাটে রান না পেলেও তুলে নেন ৫ উইকেট।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!