আয়ারল্যান্ড সিরিজ: টি-টোয়েন্টিতে চমক না থাকার আভাস

কর্তৃক porosh
০ কমেন্ট 33 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হচ্ছে। এরই মধ্যে ওয়ানডে দল ঘোষণা হলেও টি-টোয়েন্টি স্কোয়াড জানানো হয়নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে যেমন চমক রেখে দল সাজিয়েছিল বিসিবি, এবার তেমন চমক না থাকার ইঙ্গিত মিলেছে।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা আশা করছি ২১ মার্চের মধ্যে টি-টোয়েন্টি স্কোয়াড দিয়ে দেব। সবকিছু প্রস্তুত করা আছে। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০-তে সিরিজ জেতা বিরাট ব্যাপার। আমাদের ক্রিকেটের জন্য এটি বিরাট মাইলফলক। আশা করছি এই ফর্ম ধারাবাহিক হলে সামনে আরও ভালো কিছু দেখা যাবে।’

মিনহাজুল আবেদীনের এমন কথায় ইঙ্গিত রয়েছে, টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে স্কোয়াডে পরিবর্তন না আনার। যেহেতু আগের দল ভালো করেছে, সেহেতু পরিবর্তনে হয়তো খুব শিগগিরই যাবে না বিসিবি, এমনটাই পরিষ্কার।

এদিকে ডিপিএলের বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সব খেলোয়াড়ের জন্য এই টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এখানে যেমন তরুণদের পারফর্ম করার সুযোগ আছে, তেমনি জাতীয় দলের বাইরে যারা আছে তাদেরও ফেরার একটা সুযোগ আছে। আশা করছি সবার বিষয়ে যাচাই-বাছাই করা হবে। কিছু খেলোয়াড়ের প্রতি নজর দেয়ার জন্যই তো আমরা আছি। সুতরাং সবকিছুই দেখা হবে।’

এ ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নান্নু বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে ২০ থেকে ২৫ জন ক্রিকেটারকে একটি প্ল্যাটফর্মে রাখা। তাহলে আগামী এক বছরে খুব ভালো কিছু হবে।’

শনিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। পরে ২০ ও ২৩ মার্চ সিলেটে বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব শেষে ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামের সাগরিকায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর একমাত্র টেস্টটি মিরপুরে শুরু হবে ৪ এপ্রিল।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!