আশাশুনিতে আ’লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের খবর

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 78 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা প্রশাসন ,স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক দিবসের পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও গণভোজ ।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগ (সভাপতি) ঃ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সকালে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আশাশুনি হাইস্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহসভাপতি নীলকণ্ঠ সোম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আশাশুনির সাংসদ ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি স,ম সেলিম রেজা মিলন, যুবমহিলা লীগের সভানেত্রী সীমা সিদ্দীকি, শ্রমিকলীগের সেক্রেটারি মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, কলেজ ছাত্রলীগের সেক্রেটারী তানভীর রহমান রাজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণভোজের ব্যবস্থা করা হয় ।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগ (সেক্রেটারি) ঃ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সরদার মুজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আশাশুনির সাংসদ ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সেক্রেটারি এড. শহীদুল ইসলাম পিন্টু, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক আছাদুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান মন্টু, সেক্রেটারি রবিউল ইসলাম নবু, তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন, সেক্রেটারি রবিউল ইসলাম রবি, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাসেল, বর্তমান সভাপতি আশরাফুজ্জামান তাজসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে গণভোজ বিতরণ করা হয়।

আশাশুনি উপজেলা কৃষকলীগ ঃ উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন কৃষকলীগ সভাপতি স,ম সেলিম রেজা সেলিম।

উপজেলা পরিষদ ও প্রশাসন ঃ ১৫ আগষ্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন শেষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোক র‌্যালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আশাশুনি সরকারি কলেজ ঃ আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমানের নেতৃত্বে কলেজ চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালীতে অংশগ্রহন শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন কলেজের প্রভাষকবৃন্দ।

আশাশুনি মহিলা কলেজ ঃ আশাশুনি মহিলা কলেজ চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালীতে অংশগ্রহন শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইদুল ইসলাম।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঃ আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালীতে অংশগ্রহন শেষে স্কুল হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস। এছাড়া আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদরাসা, দয়ারঘাট প্রাথমিক বিদ্যালয়, বড়দল কলেজিয়েট স্কুল, চম্পাখালী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভিন্ন ইউনিয়নে আ’লীগ, স্কুল, কলেজ, মাদরাসায় শোক দিবস পালনের খবর পাওয়া গেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!