আশাশুনিতে গাঁজা ও ইয়াবা সহ আটক ৩

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 81 ভিউস

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশি অভিযানে ৩ জনকে আটক করে ২১ পিচ ইয়াবা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। শনিবার রাতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব শেখ ুইয়াছিন আলী এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আবদুস সালাম স্যারের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-২৩/০৮/১৯ তারিখ এএসআই (নিঃ) দেবাশিষ মন্ডল সঙ্গীয় এসআই (নিঃ) বিজন কুমার সরকার ও ফোর্স এর সহায়তায় ২১ (একুশ) পিচ ইয়াবা এবং ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আসামী ১. আঃ রাজ্জাক (৩১), পিতা-মৃত নজরুল ইসলাম, গ্রাম- বসুখালী, ২.রুবেল হোসেন (২২), পিতা- হাশেম আলী গাজী, গ্রাম-গোরালী, উভয় থানা-আশাশুনি, ৩. কেশব সরকার (৫০), পিতা-মৃত অনন্ত সরকার, গ্রাম-থালনা, থানা-কালিগঞ্জ, সর্ব জেলা-সাতক্ষীরাদেরকে ১৫.০০ ঘটিকার সময় বসুখালী স্ইুচ গেটে পিচের রাস্তার উপর হইতে হাতেনাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে থানায় ২৯(০৮)/১৯ মামলাটি দায়ের করা হয়েছে। আসামীদেরকে বিচারার্থে রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!