আশাশুনিতে গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 49 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে নারিকেল গাছ ঝুড়তে গিয়ে (পরিস্কার করতে গিয়ে) গাছ থেকে পড়ে গাছুড়ির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মৃত সাখাওয়াত হোসেন সরদারের পুত্র আবুল কালাম আজাদ (৪৬) একজন পেশাদার নারিকেল গাছ ঝুড়ি। তিনি প্রতিবছর এলাকার নারিকেল গাছ ঝোড়ার কাজ করে থাকেন। তিনি মৃগী রোগি ছিলেন। গত ৩ দিন তিনি গোয়ালডাঙ্গা গ্রামের চতুর শীলের পুত্র সঞ্জয় শীলের বেড়ে নারিকেল গাছ ঝুড়ছিলেন। শনিবার ৩য় দিনে তার বেড়ে গাছ ঝুড়াব্স্থায় দুপুর ২ টার দিকে সঞ্জয়ের সাথে তার সবশেষ কথা হয়। এরপর সঞ্জয় চলে গেলে সে যথারীতি গাঝ ঝুড়ছিলেন। ধারনা করা হচ্ছে এরপর তিনি গাছ ঝোড়ার সময় গাছের মাথায় থাকা অবস্থায় মৃগী রোগ শুরু হলে তিনি গাছ থেকে নীচে পুকুরের মধ্যে পড়ে পনিতে ডুবে মারা যান। এদিন তারা কেউ বেড়ে না যাওয়ায় ঘটনা জানাজানি হয়নি। রোববার তার খোঁজে তার ভাই আঃ সালাম সঞ্জয়দের বাড়িতে আসলে সে গাছ ঝুড়তে এসেছিল কিন্তু টাকা নিতে না এসে চলেগিয়েছে বলে জানান। দুপুর ১ টার দিকে সঞ্জয়ের স্ত্রী গাছের পাতা আনতে গিয়ে পুকুর থেকে পাতা তুলার সময় তার মৃতদেহ দেখতে পায়। তার ব্যবহৃত দা গাছের মাথায় নারিকেলের ডালে (বাগড়োয়) আটকানো ছিল। এরিপোর্ট লেখা পর্যন্ত এসআই মামুন ঘটনাস্থলে ছুরতহাল রিপোর্ট করছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!