আশাশুনিতে চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া জমি দখলে বাধা দেওয়ার অভিযোগ

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 48 ভিউস

আশাশুনি প্রতবেদক: আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন শ্রীকলস ভূমিহীন পল্লীতে ২ একর জমি চিরস্থায়ী বন্দোবস্ত ও আদালতের নিষেধাজ্ঞার আদেশ পেয়েও দখলে বাধাগ্রস্ত করছে এলাকার একটি স্বার্থন্বেষী মহল। বিগত ১২ সাল হতে অদ্যবধী হামলা মামলায় জড়িয়ে নিঃস্ব হয়েছে এলাকার সরল সহজ মানুষ জমির মালিক মিজান গাজী।
সরেজমিন ও মামলার বিবরণে জানা গেছে, শ্রীকলস গ্রামের মৃত মুনসুর আলী গাজীর ছেলে মিজান গাজী ও মৃত হাকিম সরদারের স্ত্রী রিজিয়া খাতুন নদীর চর ভরাটি ২ একর জমি ১৯৮৭ সালে চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে শান্তিপূর্ণ দখলে আছে। এরমধ্যে একই গ্রামের মৃত আনসার গাজীর ছেলে সিরাজ গাজী ও তার সহযোগীরা মিজান গাজীর শান্তিপূর্ণ দখলে প্রায় সময় গায়ের জোরে বাধা প্রদান করে আসছে। উপায়ন্তু না পেয়ে দখল বজায় রাখতে মিজান গাজী বাদী হয়ে আশাশুনি সহকারি জজ আদালতে দেওয়ানি ১/৮ নং নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পূর্বে অর্থাৎ ২৪/০৩/১১ তারিখে শ্রীকলস মৌজার ৫২০-এর বাটা ৩৬৬ দাগে ২ একর জমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেছে আদালত। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার অব্যাহত রেখেছে। এছাড়া গত ১৮/০৩/২৩ তারিখে আশাশুনি সহকারী কমিশনার ভূমি’র নির্দেশে বন্দোবস্তকৃত জমি সাইনবোর্ড মেরে দখল বুঝে দেওয়া হয়েছে মিজান গাজিকে। রাতের আধারে কে বা কারা উক্ত সাইনবোর্ডটি উধাও করে দিয়েছে। এনিয়ে মিজান গাজী সহ তার পরিবারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সর্বশেষ গত কয়েকদিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিজান গাজী পুনরায় তার বন্দোবস্তকৃত জমি সীমানা নির্ধারণ করে শান্তিপূর্ণ দখলে আছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রতিপক্ষ সিরাজ গাজী বলেন দীর্ঘদিন উক্ত জমি এক সনা ইজারা নিয়ে দখলে ছিলাম। বর্তমানে দখলে আছে বলে তিনি জানান।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!