আশাশুনিতে ছাত্রলীগের একাংশের আনন্দ মিছিল

কর্তৃক porosh
০ কমেন্ট 275 ভিউস

আশাশুনি প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়ায় উপজেলা ছাত্রলীগের একাংশের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আনন্দ মিছিলটি উপজেলা জনতা ব্যাংক চত্বর থেকে শুরু করে বাজারের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে সম্মিলিত হয়।

আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমান হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন নবগঠিত আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, অসংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন ধরনের অপকর্মের কারণে ছাত্র রাজনীতি কলুষিত হয়ে উঠেছে। তাদের বিভিন্ন অপকর্মের কারণে একদিকে ছাত্রলীগের সংগঠনের ভাবম‚র্তি যেমন ক্ষুন্ন হয়েছে তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন ¤øান করে দিয়েছে। বিশেষ করে ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনে একজন বিএনপি পরিবারের সন্তান তার হাতে মুজিব আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর নেতৃত্ব মানায় না। তার সীমাহীন অপরাধ ও অসৌজন্য মূলক আচরণ এবং বিভিন্ন অপকর্মের কারণে আশাশুনিতে ছাত্রলীগের রাজনীতি কলুষিত ও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছিল।

এছাড়া বক্তারা সংগঠন ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের কারণে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনকে পদ থেকে সাময়িক অব্যাহতি ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন ইসলাম তারিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক সম্পাদক সাংবাদিক সাহেব আলী, যুবলীগ নেতা পরেশ অধিকারী, আনিসুর রহমান চঞ্চল মাসুদ রানা, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন হোসেন, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম রেজা ছাত্রলীগ নেতা টগর, পলাশ, নাজমুল, সিদ্ধার্থ, রানা, সাহেব, শাকিব, আল আমিন, সাব্বির, গালিব প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!