আশাশুনিতে জায়গা জমি সংক্রান্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত-৪

কর্তৃক porosh
০ কমেন্ট 49 ভিউস

আশাশুনি প্রতিবেদক:

আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ঘন্টা ব্যাপী তান্ডবে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। রোববার ১২ মার্চ সকাল ৮টা থেকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বেলা ১১ টার দিকে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আশাশুনি থানার এস আই বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

সরেজমিনে গেলে শীতলপুর গ্রামের মকবুল গাজীর ছেলে ক্ষতিগ্রস্ত হোসেন গাজী, জব্বার সরদারের ছেলে আতিয়ার রহমান, মকবুল গাজীর আহত স্ত্রী জোহরা খাতুন, হোসেন গাজীর আহত স্ত্রী তাসলিমা খাতুন, খালেক গাজীর ছেলে শোয়েব গাজী সহ একাধিক ব্যক্তি জানান, একই গ্রামের চিংড়ি ব্যবসায়ী আব্দুল আজিজ সরদারের ছেলে আকরাম সরদার হাফিজিয়া মাদ্রাসার নাম করে খাস ও রেকর্ডিও জমি একের পর এক জবরদখল অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে কমলাপুর মৌজার হোসেন গাজীর বাড়ি সংলগ্ন ১২ শতক জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে রোববার সকাল ৮টার দিকে মাপ জরিপ শুরু হয়। এর মধ্যে আকরাম সরদার বহিরাগত লোকজন নিয়ে কোন কারন ছাড়াই প্রতিপক্ষ হোসেন গাজীকে মার পিট শুরু করেন। পর্যায়ক্রমে উভয়ের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে এসআই বিজন কুমার সরকার বলেন, দুটি পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ধাওয়া পালটা দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, আকরাম সহ তার লোকজন তিনজন আহত হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এ ব্যাপারে আকরাম সরকার বলেন, আমার প্রতিপক্ষ জোর করে আমার করায়কৃত জমিতে ভিটাবাড়ি তৈরি করছিল। তাদের কাজে বাধা দিলে আমার উপর হামলা শুরু করে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!