আশাশুনিতে ডি লায়লা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 48 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: সাতক্ষীরার আশাশুনিতে ডি লায়লা ফাউন্ডেশনের উদ্যোগে ঘুর্নিঝড় বুলবুল এ ক্ষতিগ্রন্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা ও শীতলপুর গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৩ শত পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ডাউল, তেল, লবন, চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন, ডি লায়লা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার। ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে লায়লা ফাউন্ডেশন আপনাদের পাশে ছিল, বর্তমানেও আছে। ঘূর্নিঝড় বুলবুল এর তান্ডবের কথা শুনেই আমি ঢাকা থেকে আপনাদের মাঝে ছুটে এসেছি। আপনাদের যে কোন প্রয়োজনে লায়লা ফাউন্ডেশান পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডি লায়লা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ আব্দুল হামিদ, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, ভোরের পাতার আশাশুনি প্রতিনিধি হাসান ইকবাল মামুন, মোঃ আব্দুল লতিফ, মোঃ আলিমুল হক, শ্রীউলা উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও মসজিদের ইমাম মাওঃ হাফেজ মোঃ রুস্তম আলী প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!