আশাশুনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে নিজেই আগুন দিয়ে আদালতে মামলা

কর্তৃক porosh
০ কমেন্ট 136 ভিউস

আশাশুনি প্রতিবেদক:

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে নিজেই আগুন দিয়েছে এমনটাই ভাগ্না আয়েশা খাতুন এর বিরুদ্ধে মামা আক্তারের অভিযোগ। সরেজমিন ঘুরে জানা গেছে, গত (৩ মার্চ) বেলা ২টার দিকে নিজের ঘরে আগুন দিয়ে ৯৯৯ এ ফোন করে আয়েশা। ফোন করার পর আশাশুনি থানার কর্তব্যরত এস আই নবাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক বিষয় খোঁজখবর নেন। পরে আগুনে পুড়ে যাওয়া ঘরের ভিডিও ফুটেজ সহ সকল আলামত সংগ্রহ করেন। এদিকে বকচর গ্রামের সোলেমান সরদারের স্ত্রী আয়েশা খাতুনের সাথে একই গ্রামের মৃত আক্কাজ সানার ছেলে আক্তার সানার বিরুদ্ধে আদালতে ১৪৫ ধারা মামলা চলমান রয়েছে। কিন্তু আয়েশা খাতুন ১৪৫ ধারা নোটিশ অমান্য করে নালিশি ভূমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ করেছে। গত (৩ মার্চ) শুক্রবার জুম্মার নামাজের পর আয়েশার মামা আক্তার সহ একাধিক ব্যক্তি প্রকাশ্য দিবালোকে উক্ত ঘর ভেঙে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তৃতীয় কোন ব্যক্তির যোগসাজসে কিছুক্ষণের মধ্যে মামা আক্তারকে ফাঁসাতে ভাঙচুরকৃত ঘরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে।

অধিকতর তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই নবাব আলী বলেন, মামা ভাগ্নির মধ্যে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। বিরোধের জের ধরে আয়েশা আদালতে ১৪৫ ধারায় মামলা করেছে। পুলিশ যথা নিয়মে পক্ষদয়কে নোটিশের মাধ্যমে অবগত করেছে। কিন্তু আয়েশা ১৪৫ ধারা অমান্য করে একটি পক্ষ ঘর বেধেছে বলে দাবি করে। উক্ত ঘরটি প্রতিপক্ষ আক্তার ভেঙে দিয়েছে বলে স্বীকার করে। আগুন দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, তৃতীয় একটি পক্ষের ইন্ধনে আয়েশা ও তার পরিবার মামা আক্তারকে মিথ্যা মামলায় ফাঁসাতে নিজের ঘরে নিজেই আগুন দিয়েছে। পুলিশের এমন বক্তব্য অভিযুক্ত আয়েশা জানতে পেরে গত (৫ মার্চ) সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৮ নং আদালতে ১২ জনের বিরুদ্ধে সি আর ৯৬/২৩ নং একটি মামলা দায়ের করেছে। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখাকে তদন্তপূর্বক ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যাপারে আয়েশা খাতুনের ছেলে জানান, দীর্ঘদিন ঘরবাড়ি বেধে আমরা বসবাস করে আসছি। আক্তার সানা অর্থাৎ আমার মায়ের মামা তার পেটুয়া বাহিনী নিয়ে গত (৩ মার্চ) জুম্মার নামাজের পর আমাদের বসত ঘর ভেঙে আগুন দিয়ে চলে গেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!