সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে এক মুদি ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শালখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এসময় কালিপদ মন্ডলের মুদির দোকান থেকে মেয়াদোত্তীর্ণ এনার্জি ড্রিংকস, বোতলজাত পানি, ফলের জুস, যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে জব্দকৃত মালামাল গুলি জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং ভোক্তা সংরক্ষণ আইনে দোকানীকে এক হাজার টাকা জরিমানা করে নগদে আদায় করা হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় প্রমুখ। পরে সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার শালখালি গ্রামের বাড়ি বাড়ি হাজির হয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন এবং এলাকার মানুষের বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করেন।
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে এক মুদি ব্যবসায়ীকে জরিমানা ও মালামাল বিনষ্ট


পূর্ববর্তী পোস্ট