সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই সঞ্জীব সমদ্দার, এসআই শেখ বিল্লাল, এএসআই কায়সারুল, এএসআই শাহজামাল, এএসআই নাজিম, এএসআই মুকাদ্দেস অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২১ ধারার আসামী বাইনতলা গ্রামের মৃত ইছহাক সানার পুত্র শুকুর আলী, ১৬০/১৯ (ভোলা) এর আসামী বালিয়াপুর গ্রামের মৃত হোসেন আলির পুত্র হাফিজুর রহমান, রসুল আমান, হামিদুল সানার পুত্র নুরুল সানা, জিআর ৩০০/১৬ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত রফিকুল ইসলাম গাইনের পুত্র কামিন গাইন, জিআর ১৮৫/১৫ (্আশা) এর আসামী শ্রীকলস গ্রামের শেখ কেরামত আলির পুত্র মাহফুজ, জিআর-২০৫/১৬ আসামী তুয়ারডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার পুত্র মনিরুল ইসলাম, নারী ও শিশু ৪০৩/১৯ এর আসামী আশাশুনি গুচ্ছ গ্রামের মৃত করিম গাজীর পুত্র কামরুল গাজী, জিআর ১৮৫/১৮ (শ্যাম) আসামী মানিকখালী গ্রামের নুর আলি গাজীর পুত্র কাজল ইসলাম, জিআর ১৫১/১৮ (শ্যাম) আসামী নাকনা গ্রামের মৃত সবেদ সানার পুত্র রফিকুল ও নন জিআর ৯৭/১৮ এর আসামী বৈরামপুর গ্রামের আবুল সরদারের পুত্র মোস্তফা কামালকে গ্রেফতার করেন।
আশাশুনিতে ১১ আসামী গ্রেফতার


পূর্ববর্তী পোস্ট