আশাশুনির প্রতাপনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের চেষ্টায় হামলায় আহত-৯

কর্তৃক porosh
০ কমেন্ট 116 ভিউস

বি,এম আলাউদ্দীন আশাশুনি থেকে:

আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের চেষ্টায় প্রতিপক্ষের হামলায় ৯জন আহত হয়েছে।

সরেজমিনে ঘুরে প্রতক্ষদর্শী ও আহতদের সূত্রে জানাগেছে, উপজেলার প্রতাপনগর গ্রামের অহেদ আলী মহলদারের ছেলে আব্দুল কাদের মহলদার (৫৭)’র প্রতাপনগর মৌজার ৪৩ নং খতিয়ানে ২২৯৩ নং দাগে ৭৫ শতক জমির মধ্যে মাত্র ৫ শতক চিহ্নিত জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে বিগত ৫০/৬০ বছর যাবত ফলজ ও বনজ গাছ লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। এরই মধ্যে বাজার সংলগ্ন ও রাস্তা সংলগ্ন হওয়ায় ওই জমির উপর নজর পড়ে ইউনিয়নের কুঁড়িকাউনিয়া গ্রামের অজেদ আলী গাজীর ছেলে নাশকতা মামলার আসামি ইয়াসিন গাজীর। পরসম্পদ লোভী ক্রয় সূত্রে ওই জমির মালিক বলে দীর্ঘদিন প্রচার করে চলেছেন এবং দ্রুত জবর দখল করবেন বলে আস্ফোলন ও নানা প্রকার হুমকি-ধামকি দিয়ে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে জমির মালিক আব্দুল কাদের মহলদার গত ১৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি ৩০৭/২৩ নং ১৪৫ ধারায় ফৌজদারী মামলা দায়ের করেন। যার ধার্য দিন রয়েছে আগামী ১১ জুন তারিখে। প্রতিপক্ষ বিবাদীদের আদালতে হাজির হয়ে জবাব প্রদানের ও সহকারি কমিশনার (ভূমি) মহোদয়কে সরজমিনে তদন্তান্তে রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এরই মধ্যে শুক্রবার (৩ মার্চ) সকাল ৮ টার দিকে আদালতের নোটিশ পাওয়ার পরও আদালতের নিষেদাঙ্গা অমান্য করে প্রতিপক্ষ ওয়াজেদ আলী গাজীর ছেলে ইয়াসিন গাজী (৫৮) ও তার ছেলে ইলিয়াস হোসেন (৩৫) এর নির্দেশে কুঁড়িকাওনিয়া গ্রামের ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল খালেক (৪৫) এর নেতৃত্বে ওই গ্রামের আনারুল ইসলাম (৩০), আসাফুর (৪০) প্রতাপনগর গ্রামের উজ্জল (৪০) ইলিয়াস (৩৫)সহ অর্ধ শতাধিক তাদের পেটুয়া বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমির মালিক আব্দুল কাদের মহলদারদের উপর সন্ত্রাসী হামলা ও মারপিট চালায়। এ সময় সন্ত্রাসী হামলার শিকার অসহায় জমির মালিক ও তার পরিবার নিরুপায় হয়ে জীবন বাঁচাতে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষ ইয়াসিন গাজীসহ তার পেটুয়া বাহিনী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

হামলায় মৃত আব্দুল কাদের (৫৫), কন্যা কামরুন্নাহার (৩০), ছেলে তারিক হোসেন (২০), ও স্ত্রী রাবেয়া খাতুন (৫০), মৃত. মমতাজ মহলদারের ছেলে আফজাল হোসেন (৫০) ও তার পুত্র নজরুল ইসলাম (২০), মনোয়ারা (৭০) ও শিফা খাতুন (৪৫) রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত কামরুন নাহার, আফজাল হোসেন ও আব্দুল কাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষ হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখেছি ও চিকিৎসা সেবা প্রদানের সুব্যবস্থা করা হয়েছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। এ পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে তাদের পরিবার সূত্রে জানাগেছে। এ ব্যাপারে ভুক্তভোগী জমির মালিক আব্দুল কাদের মহলদার নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!