আশাশুনি পুলিশী অভিযানে ১১ আসামী গ্রেফতার

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 62 ভিউস

আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ১১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতদের শনিবার (২৭ জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ এর নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই পীযূষ কন্তি ঘোষ অভিযান চালিয়ে সিআর-৩২১/১৫ আসামী নাকনা গ্রামের মান্নান গাজীর পুত্র শাশীম গাজী ও সিআর-১৯/১৩ আসামী আঃ হাকিম গাজীর পুত্র মারুফ হোসেন গাজীকে এবং এএসআই দেবাশীষ মন্ডল সিআর-৬৯/১৯ আসামী একই গ্রামের গনেশ মন্ডলকে নাকনা বাজার হতে গ্রেফতার কারেন। এসআই মামুনুর রহমান সিআর-৬৯/১৯ আসামী একসরা গ্রামের নূরুল গাজীর পুত্র শহীদ গাজী ও সিআর-২৫০/১৮ আসামী ইমান আলী গাজীর পুত্র হাসানকে, এএসআই পূনা নন্দ্র হরি সিআর-৬৯/১৯ আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মোকছেদ গাজীর পুত্র আবুবক্করকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-৬৯/১৯ আসামী কল্যানপুর গ্রামের সুভচান সরদারের পুত্র আজিজ সরদার ও গফফার সরদারের পুত্র নাহিদকে, এএসআই দেবাশীষ মন্ডল ননজিআর-৫০৩/১১ আসামী বসুখালী গ্রামের মৃত আলি বক্স গাজীর পুত্র নওশের আলীকে, এএসআই পূনা নন্দ্র হরি সিআর-৬৯/১৯ আসামী কলিমাখালী গ্রামের মৃত শাহবাজ ফকিরের পুত্র মহিবুলকে, এএসআই মোকাদ্দেস হোসেন সিআর-৬৯/১৯ আসামী একসরা গ্রামের হাকিম মালীর পুত্র হাবিব উল্লাহকে গ্রেফতার কারেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!