আশাশুনি মটর সাইকেল চালক সমিতির নির্বাচন মঙ্গলবার

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 54 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি ঃ আশাশুনি মটর সাইকেল চালক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। নির্বাচনে ‘সাহেদু-জুলফিকর পরিষদ’ ও ‘মিজা-ফেরদৌস পরিষদ প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।
প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন, ‘সাহেদ-জুলফিকর’ প্যানেলে আনিছুর রহমান সাহেদ (কেনা) মটর সাইকেল প্রতীক, সাধারণ সম্পাদক পদে জুলফিকর আলি মাছ প্রতীক, সহ-সভাপতি পদে নাজমুল সাদেক হরিণ প্রতীক, কোষাধ্যক্ষ পদে আব্দুল গফফার টেলিভিশন প্রতীক, সদস্য পদে মুজিব গাজী ফ্যান প্রতীক, বদরুজ্জামান ফুটবল প্রতীক, রুহুল আমিন হাঁস প্রতীক, বাবুল আক্তার আম প্রতীক ও মফেজুর রহমান (মফেজ) ডাব প্রতীক নিয়ে লড়ছেন।
অপর প্যানেল ‘মিজা-ফেরদৌস পরিষদে’ সভাপতি পদে মিজানুর রহমান (মিজা) ছাতা প্রতীক, সাধারণ সম্পাদক পদে ফেরদৌস হুসাইন কলস প্রতীক, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল্লাহ মই প্রতীক, কোষাধ্যক্ষ পদে আব্দুল রকি মোরগ প্রতীক, সদস্য পদে মনিরুল ইসলাম চিংড়ী মাছ প্রতীক, মনিরুজ্জামান (মনি) এরোপ্লেন প্রতীক, মুর্শিদুল হক (বাবলু) টিউবওয়েল প্রতীক, রাজু আহমেদ জগ প্রতীক ও পারভেজ গোলাপফুল প্রতীক নিয়ে লড়ছেন।
৬৪৯ জন ভোটার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচন পরিচালনা করবেন মাষ্টার আবুল কালাম আজাদ, অবঃ সেনা সদস্য রাকীবুল ইসলাম, মাষ্টার আলমগীর হোসন। পুলিশ প্রশাসন আইন শৃংখলা রক্ষায় অবস্থান করবেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!