ইমরানের ভাষণ প্রচার, এআরওয়াই নিউজের নিবন্ধন বাতিল

কর্তৃক porosh
০ কমেন্ট 20 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানের ভাষণ প্রচারের অভিযোগে টিভি চ্যানেল এআরওয়াই নিউজের নিবন্ধন বাতিল করেছে পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি কর্তৃপক্ষ।

এর আগে ইমরানের ভাষণ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে।

পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও ঘৃণা ছড়ানো বিবৃতি সম্প্রচার করে সংবাদমাধ্যমটি আইন লঙ্ঘন করেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে এআরওয়াই নিউজ। এর আগেও সংবাদমাধ্যমটির নিবন্ধন বাতিল করা হয়েছিল।

এর আগে রবিবার ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পাকিস্তান পুলিশ। মূলত সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরে ইমরানের বাড়ির সামনে সমবেত হন তার শত শত সমর্থক।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!