ঈদে ‘চেঙ্গিজ’ হয়ে পর্দায় আসছেন জিৎ

কর্তৃক porosh
০ কমেন্ট 56 ভিউস

বিনোদন ডেস্ক:

ঈদ মানেই টলি সুপারস্টার জিতের অনুরাগীদের জন্য সুখবর! দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় ঝড় তুলে এসেছেন। জিতের ছবি মানেই অনুরাগীদের উদ্দীপনার পারদ তুঙ্গে।

এই ঈদে ‘চেঙ্গিজ’ হয়ে পর্দায় আসছেন জিৎ মাদনানি। ছবির পোস্টার আগেই সামনে এনেছিলেন অভিনেতা। এবার জানালেন রিলিজ ডেট। কারণ বহুদিন ধরে তাঁর দর্শকেরা অপেক্ষা করে আছে এই ছবির জন্য।

মাফিয়া জগতের কালো দিক উঠে আসবে ‘চেঙ্গিজ’- এ। অ্যাকশনে ভরপুর থ্রিলার এই ছবির প্রযোজক জিৎ নিজেই। ছবির পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায়।

ছবিতে জিতের বিপরীতে থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এর আগেও সুস্মিতাকে দেখা গেছে জিতের সঙ্গে। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা রাহুল বোস রায়। গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকছেন শতাফ ফিগারও ।

ছবির পোস্টারে জিৎকে দেখা গেছে আন্ডারওয়ার্ল্ডের ডন এর লুকে। চেকার্ড স্যুট, সিগারেট হাতে অভিনেতার এই লুক মন কেড়েছে দর্শকের। বেড়েছে প্রত্যাশাও।

তবে বহুদিন থেকে জিতের ভক্তরা অপেক্ষায় ছিলেন এই বিগ রিলিজের। কদিন আগে দক্ষিণী ছবি ‘কবজা’ প্রসঙ্গে টুইট করে ট্রোলের শিকারও হতে হয়েছে অভিনেতাকে। যদিও কোনোওদিনই ট্রোলিংকে পাত্তা দেন নি জিৎ। কারণ সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে প্রায় দূরেই রাখেন অভিনেতা। আর বরাবরই প্রচারবিমুখ এ অভিনেতা নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন।

অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে অভিনেতা জানালেন ছবির রিলিজ ডেট। আগামী ২১ এপ্রিল ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘চেঙ্গিজ’।

ছবির শুটিং শেষ। এ মুহূর্তে ঝড়ের গতিতে চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। খুব শিগগিরই জিৎ শুরু করবেন ছবির প্রচার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!