এবার স্বেচ্ছামৃত্যু বেছে নিলেন সন্তান হন্তারক সেই মা!

কর্তৃক porosh
০ কমেন্ট 36 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

১৬ বছর আগে একে একে নিজের পাঁচ সন্তানকে হত্যা করেছিলেন বেলজিয়ামের এক মা। এবার ওই মায়ের (জেনেভাইভ হেরমিত) অনুরোধেই তার স্বেচ্ছামৃত্যু (সবচেয়ে কম কষ্ট দিয়ে মৃত্যু কার্যকর করার ব্যবস্থা) কার্যকর করা হয়েছে।

হেরমিত ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি তিন থেকে ১৪ বছর বয়সী পাঁচ সন্তানকে হত্যা করেন। যাদের মধ্যে এক পুত্র ও চার কন্যা ছিল। এসময় তার স্বামী বাড়িতে ছিলেন না।

হেরমিত নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে তাতে ব্যর্থ হন। জরুরি সেবাদাতারা তাকে উদ্ধার করে। ৫৬ বছর বয়সী ওই নারীকে ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১৯ সালে তাকে মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বেলজিয়ামে কোনো ব্যক্তির মানসিক ও শারীরিক যন্ত্রণা যদি সহ্যের বাইরে চলে যায়, তবে তিনি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে পারেন।

তবে শর্ত আছে ওই ব্যক্তিকে অবশ্যই স্বজ্ঞানে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিতে হবে।

হেরমিতের আইনজীবী জানিয়েছেন, তিনি সব আইনি প্রক্রিয়া মেনেই স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!