ওমানের উদ্দেশে ঢাকা ছাড়লেন শাকিব খান

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 42 ভিউস

বিনেদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকার পর ২০২২ সালের ১৭ আগস্ট দেশে ফেরেন। এর পরে দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। আর এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে যোগ দিতে দেশে ছেড়েছেন শাকিব খান।

জানা গেছে, শনিবার (৪ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব। রাতেই তিনি মাসকট অ্যারেনায় সংগীত ও সাংস্কৃতিক উৎসব ‘মাসকট বিটস’ অনুষ্ঠানের মঞ্চে হাজির হবেন। পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তি শিল্পীরা উপস্থিত থাকবেন।

নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে এই আয়োজনে অংশ নিচ্ছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!