ওয়াসার পানির দাম বৃদ্ধি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

কর্তৃক porosh
০ কমেন্ট 50 ভিউস

জাতীয় ডেস্ক:

ঢাকা ওয়াসার পানির মূল্য নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এ বিষয়ে আপিল বিভাগে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির মূল্য বৃদ্ধির উপর স্থগিতাদেশ প্রদান করা‌ হয়েছে।

একইসাথে ওয়াসার কর্মীদের পারফরম্যান্স বোনাসের উপর দেয়া স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর আগে গত ১৬ মার্চ কোনো বিধি প্রণয়ন ছাড়াই ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধি এবং সংস্থাটির কর্মচারীদের পারফরম্যান্স বোনাস দেওয়াকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

ওয়াসার পারফরম্যান্স বোনাস দেওয়া ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন এ রিট আবেদন করেছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!