কলারোয়ায় ব্যবসার নামে টাকা নিয়ে প্রতারণা করলো অহিদুজ্জামান

কর্তৃক porosh
০ কমেন্ট 29 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় ব্যাবসায়ীর কাছ মালামাল দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করেছে অহিদুজ্জামান নামের এক যুবক। ঝাউডাঙ্গার এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে পন্য সরবরাহ করার নামে চারলক্ষ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

তথ্যানুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ঝাউডাঙ্গা বাজারে ‘বাবু সেনেটারী’ নামের দোকানে হার্ডওয়্যারের ব্যবসা করেন জিয়াউর রহমান। তাকে ঢাকা থেকে কম দামে হার্ডওয়্যার পন্য সরবরাহ করার নাম করে ৪ লক্ষ টাকা নেয় কলারোয়া উপজেলার হিজলদি গ্রামের মোঃ অহিদুজ্জামান। কথামতো পন্য সরবরাহ না করে টাকা ফেরত দিতেও টালবাহানা করে অহিদুর। এক পর্যায়ে ঝাউডাঙ্গা বাজার কমিটিকে বিষয়টি জানালে উভয় পক্ষকে ডাকা হয়। সে সময় দ্রুত টাকা ফেরত দিবে অহিদুর অঙ্গীকার করে। স্ট্যাম্পের চুক্তি মোতাবেক সে ইসলামী ব্যাংক লিমিটেড এর কলারোয়া শাখার অহিদুজ্জামানের নিজ নামের চেকে চারলক্ষ টাকা উল্লেখ করে ২৭ফেব্রুয়ারি ২০২৩ তারিখের একটি চেক দেয়। পরে ২৫ ফেব্রুয়ারি অহিদুজ্জামান ওই ব্যবসায়ীকে ফোন করে চেকটি ৬ তারিখে জমা দেওয়ার অনুরোধ করেন। সে মোতাবেক ৬ তারিখে ব্যাংকে গিয়ে চেকটি জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। প্রতারক অহিদুজ্জামানের হাত থেকে মুক্তি পেতে ব্যবসায়ী জিয়াউর রহমান আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে জানতে অহিদুজ্জামানের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!