কলারোয়া সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 47 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়া সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৫০ বোতল মদসহ এক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। কলারোয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ আটকের ঘটনা ঘটে। আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ আবুল খায়ের সরদার(৩৫)। তিনি কলারোয়া থানার বোয়ালিয়া এলাকার মৃত দেলবার সরদারের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান, বোয়ালিয়া এলাকা দিয়ে বড় একটি মাদকের চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত মাদক চোরাকারবারি আবুল খায়ের কে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৫০ বোতল মদসহ আটক করাহয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!