কলারোয়ায় এতিমখানা থেকে ছাত্রের লাশ উদ্ধার

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 89 ভিউস

কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় ইমামুল হোসেন (১৩) নামে এক এতিমখানার মাদরাসা পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার হুলহুলিয়া গ্রামের পারকাস আলীর ছেলে। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকালে থানার এসআই ফারুক হোসেন ও এতিমখানার শিক্ষার্থীরা জানান-সোমবার সকালে উপজেলার গোয়ালচাতর অরফান কেয়ার এতিমখানা মাদ্রাসার ছাত্র ইমামুল হোসেন তার নানা নূর ইসলামের বাসা থেকে ৪ হাজার টাকা নিয়ে আসে। ওই টাকার বিষয় নিয়ে তার নানা নূর ইসলাম এতিম খানায় এসে বকা দেয়। পরে সে রাগ করে  সোমবার সাড়ে ৬টার দিকে এতিমখানার ভিতরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় অন্যান্য শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহদী আল মাসউদ তাকে মৃত ঘোষণা করেন।  পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এ৷ যাপারে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস সত্যতা স্বীকার করে জানান-এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা নং-২৯/১৯ হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!