কলারোয়ায় কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 89 ভিউস

কামরুল হাসান, কলারোয়া থেকেঃ কলারোয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ওই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার (৪আগস্ট) সকাল ১০টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪’শতাধিক কর্মজীবী মা ও তাদের সন্তানদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মাঝে সাবান, স্যালাইন, কেক, বিস্কুটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজনীন খুকু ও কলারোয়া স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!