নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য জননেতা এড. মুস্তফা লুৎফুল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন । কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক দিবসের আলোচনা, শোক র্যালি, দোয়া অনুষ্ঠান ও গণভোজ। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাস্টার খয়বর হোসেন, যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, রবিউল হাসান, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, মনিরুল ইসলাম মনি, মাহাবুবুর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শেখ ইমরান হোসেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর এসএম মফিজুল হক, মেজবাহউদ্দীন লিলু, জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দীন আকি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ফারুক হোসেন অভি, সরদার আনছার আলী, মাস্টার আজিজুর রহমান, আবুল বাশার, মাস্টার হাফিজুর রহমান, আরিজুল ইসলাম, শেখ ফিরোজ আহমেদ, রাম প্রসাদ দত্ত, আমানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, মারুফ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান (মন্ময় মনির)। আলোচনা সভা শেষে বৃষ্টি উপেক্ষা করে এড.মুস্তফা লুৎফুল্লাহ, এমপি, ফিরোজ আহমেদ স্বপন, কাজী সাহাজাদা ও আরাফাত হোসেনের নেতৃত্বে ফুটবল মাঠ থেকে একটি বিশাল শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুটবল মাঠে এসে শেষ হয়। এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে গণভোজের ব্যবস্থা করা হয়।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন


পূর্ববর্তী পোস্ট