কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ । নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান, বৃক্ষরোপন, শোক দিবসের আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান । উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়নাসহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকবৃন্দ। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়।
কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন
