কলারোয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 111 ভিউস

কলারোয়া প্রতিনিধি: ভারতের উত্তর ২৪ পরগনার ৪ নাগরীককে আটক করেছে বাংলাদেশ ৩৮ বর্ডার গার্ড বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অব এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারায় একটি মামলা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরার তলুইগাছা বিজিবির হাবিলদার মাহবুবর রহমান জানান-সাতক্ষীরার কলারোয়া সীমান্তের জিরো পয়েন্ট কেঁড়াগাছি এলাকা দিয়ে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার ধোপা বাড়ীয়া গ্রামের গুরুদাস পালের স্ত্রী মীর পাল (৩১), উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ দমদম থানার দমদম গ্রামের নিতাই পালের মেয়ে জয়া পাল (১৮), নিতাই পালের স্ত্রী সবিতা পাল (৪০) ও দুলাল পালের ছেলে শ্রী নিতাই পাল (৫২) অবৈধ ভাবে বাংলাদেশ প্রবেশ করে। তারা এসময় বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের ওই দিন শনিবার বিকালে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা নং-২৮(৭)১৯ দায়ের হয়েছে। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-আটককৃতদের রোববার সকালে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!