কার্টার মাষ্টার মুস্তাফিজের ছিপে ১২ কেজি ওজনের পাঙ্গাস মাছ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 89 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সহসাই তো মেলেনা অবসর। কিছুদিন আগে মিলেছিল বিয়েজনিত অবসর। এরপর ঈদ। এসব অবসর পেরিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার পর এবার যেনো অখন্ড অবসর মুস্তাফিজের।
এই অবসরে হঠাৎ তার দেখা মিললো স্টেডিয়ামে নয়, পুকুর পাড়ে। সেখানেও ভিড়। মুস্তাফিজকে দেখতে। এবার কেবল মুস্তাফিজ নয়, তার বড়শিতে আটকে যাওয়া ১২ কেজির এক পাঙ্গাস দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল ভক্তরা।
মঙ্গলবার এমনই এক মাছ শিকারের আসর বসেছিল সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে। এই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পুকুরে মাছ ধরার আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন মুস্তাফিজ। দলবল নিয়ে দিব্যি মাছ ধরতে ছিপ ফেললেন তিনি। কাটার মাস্টারের হাতে এবার মাছের উইকেট পতন। কুপোকাত ১২ কেজি ওজনের পাঙ্গাস। একটি দু’টি নয়, বেশ কয়েকটি পাঙ্গাস ছাড়াও ৫ কেজি থেকে ৭/৮ কেজি পর্যন্ত রুই পাঙ্গাস ধরে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি।
মুস্তাফিজের মৎস্য বিলাসের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় চারদিকে। তাকে শুভেচ্ছা জানাতে আসেন তালার ইউএনও ইকবাল হোসেন ও পুলিশের একটি টীম।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!