কালিগঞ্জে চলাচলের রাস্তায় বাড়ী নিমার্ণ করার অভিযোগ

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 82 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের পল্লিতে ১ শত বছরের ব্যবহারিত জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বাড়ী নিমার্ণকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘষ ঘটতে পারে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ধলবাড়ীয়া ইউনিয়নের নৈহাটি গ্রামের এলকাবাসী শুক্রবার রাতে থানা অফিসার্স ইনচার্জ বরাবর এক অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সূত্রধরে শনিবার বেলা ১০টার সময় সরোজমিনে নৈহাটি গ্রামে গেলে স্থানীয় আঃ জব্বার, সেকেন্দার সরদার, মজিবার গাজী, মমতাজ আলী, খায়রুন নেছা, এবং মমতাজ বেগম সহ শত শত গ্রামীবাসী জানান তারা প্রায় একশত বছর ধরে নৈহাটি গ্রামের ফরিক চাঁদ গাজীর পুত্র ভূমিদুস্য খলিলুর রহমান ও তার পুত্র আকবর এবং শাকেরের বাড়ীর পাশর্^ দিয়ে সর্বসাধারণের চলাচলের রাস্তাটি ব্যবহার করে আসছে। কিন্তু হঠাৎ করে উক্ত রাস্তার সম্পত্তি নিজেদের দাবী করে রাস্তার জমি দখল করে পাঁকা ঘর নিমাণের কাজ সহ রাস্তার উপর বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে। যার ফলে এলাকার শতশত বসবাস কারীরা অবরুদ্ধ জীবন-যাপন করছে। বিষয়টি নিয়ে প্রয়াত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ ওহেদুজ্জামানের নিকট এলকাবাসী অভিযোগ দিয়ে তিনি ঘটনা স্থলে যেয়ে রাস্তা উন্মুক্ত করে দিয়ে আসে। তিনি মারা যাওয়ার পরে ভূমিদুস্যরা আবার রাস্তায় বন্ধ করে চলাচলের পথ বন্ধ করে দিলে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বররা রাস্তা খুলে দিতে বলেন। কিন্তু তারা উপেক্ষা করে আবারও রাস্তা বন্ধ করে দেওয়ায় নৈহাটি গ্রামে গ্রামবাসী দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি উপজেলা প্রসাশন ও জেলা প্রসাশকের আশু হস্তক্ষেপ কমনা করেছে এলকাবাসী। এ ব্যাপারে খলিলুর রহমান ও তার পুত্র আকবর আলী এ প্রতিনিধিকে বলেন তাদের রেকডীয় এবং কেনা সম্পত্তিতে তার বাড়ী করছে। রাস্তা সর্ম্পকে জিঞ্জাসা করলে এবিষয়ে কথা বলতে অপরাগত প্রকাশ করেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!