কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ দুর্ণীতি দমন কমিশন কর্তৃক সৃষ্ট সততা সংঘের সদস্যদের নিয়ে দেবহাটা উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে দুর্ণীতি ও দেশের উন্নয়ন বিষয়ে পক্ষ-বিপক্ষের মধ্যে এক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র কান্ত মল্লিক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন কারী সকল বিজয়ী ও বিজীত প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
কুলিয়া গার্লস স্কুলে দুর্ণীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


পূর্ববর্তী পোস্ট