কুল্যায় ১,২ ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা মহিলা মেম্বর নির্বাচিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 67 ভিউস

আশাশুনি( সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৩নং ওয়ার্ডে পারভিন সুলতানা বে-সরকারি ভাবে মহিলা মেম্বর নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

মহিলা মেম্বর: কুল্যা সংরক্ষিত (১, ২ ও ৩নং) ওয়ার্ডে পারভিন সুলতানা (বই প্রতীক) ১হাজার ৭শ’ ১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নবীজান খাতুন (বক প্রতীক) ১হাজার ৪শ’ ৭ ভোট, সালমা খাতুন (মাইক) ৫শ’ ১ ভোট, ছবেদা বেগম (কলম) ৩শ’ ৩১ ভোট, এবং খালেদা বেগম (সূর্য্যমুখী ফুল) ২শ’ ২৩ ভোট পেয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!