কৈখালীতে দিন দুপুরে রাস্তার পাশের সরকারী গাছ কেটে বিক্রি : স্থানীয় প্রশাসন নিরব

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 93 ভিউস

আব্রাহাম লিংকন, নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে কৈখালীতে দিনে দুপুরে রাস্তার ১৫ অধিক সরকারী গাছ কেটে বিক্রি, দেখা মেলেনি স্থানীয় প্রশাসনের। নিরব ভূমিকা পালন করছে উদ্ধর্তন কর্তৃপ। গত ১৭ আগষ্টে বৈশখালী গ্রামের সরকারী ইটের সোলিং এর পাশ দিয়ে গড়ে উঠা ১৫ এর অধিক সরকারী গাছ কেটে একদল কু-চক্রী মহল।
ঘটনার সত্যতা যাঁচাই এ এলাকা থেকে জানাযায়, ২০১৩ সালে জামায়াত শিবিরের তান্ডব চলা কালে বৈশখালী গ্রামের ইসমাঈল গাজীর পুত্র মফের উদ্দীন, জুব্বার শেখের পুত্র হাফিজুর রহমান, ধনা গাজীর পুত্র আনছার আলী, আমির গাজীর পুত্র তেরা গাজী, বেলাত গাজীর পুত্র ফজলু গাজী, মফেজ মিস্ত্রীর পুত্র সমশের মিস্ত্রী, এফাজতুল্ল্যহ গাজীর পুত্র রাজ্জাক গাজী, কেরামত গাজীর পুত্র কান্টু গাজী বহু গাছ কেটে আতœসাৎ করেছিলো। বর্তমানে সেই সুবাদে নতুন করে গাছ বিক্রয়ের লোভ সামলাতে না পেরে আবারও তারা গাছ কাটা শুরু করেছে।
এদিকে শ্যামনগর উপজেলা বনবিভাগের কৈখালী ইউনিয়ন বেলদার আব্দুল আজিজ জানান, গাছগুলো কাটার সময়ে নিষেধ করেছিলাম কিন্তু কেউ শোনেনি। রাস্তার পাশের সরকারী বড় বড় গাছগুলো কেটে গত কাল বিক্রি করে দিয়েছে আবার কেউ কেউ ছ-মিল থেকে ব্যবহারের জন্য কাটিয়ে এনেছে।
এদিকে স্থানীয় প্রশাসনের নজদারির অভাবের কারনে সরকারী গাছ কাটার বিষয়ে মন্তব্য করে কেরামত গাজীর পুত্র কান্টু গাজী বলেন, আমার জায়গার উপর দিয়ে রাস্তা গেছে তাই আমি গাছ কাটবো দেখি কে আটকায়। বর্ষার মৌসুমের পর আমি এই রাস্তার উপর দিয়ে পাঁচিল দেবো। কার বুকের পাটা আছে আমাকে থামাতে পারে।
এমন ধরনের উক্তি করাতে এলাকার সাধারন মানুষের মধ্যে গাছ কাটা নিয়ে উৎসাহ ঘিরে দাড়িয়েছে।
হাফিজুর রহমানের জামাতা আবু মুছা‘র নিকট গাছ কাটার বিষয় জানতে চাইলে রাগান্বিত কন্ঠে বলেন, আমার শশুর গাছ কেটেছে আপনার কি ? রাস্তার পাশের গাছ কেটেছে তাতে কি হয়েছে ? স্থানীয় মেম্বার মোহাম্মাদ আলী কাগুচী বলেন, চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সাথে কথা বলেন। মহিলা মেম্বার মোছা: সাহিদা বেগম বলেন, আমি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারিনি ! চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোনে রিং বাজলেও ফোন ধরেনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার ফোনে রিং বাজলেও ফোন না ধরার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!