খাজরায় ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা কর্মসূচী উদ্বোধন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 44 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: পরিবেশ রক্ষায় ক্লীন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা কর্মসূচীর অংশ হিসেবে আশাশুনি উপজেলার খাজরায় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল দশটায় ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতির নেতৃত্বে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক মন্ডলী, অভিভাবকগণ ও শিক্ষার্থীদের নিয়ে ক্লীন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা কর্মসূচী উদ্বোধন করা হয়। পরে ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্ত্বরে জমে থাকা পানিতে মশক নিধন স্প্রে করা হয়। বিদ্যালয়ের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা ও বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, অভিভাবক মোহাম্মদ হাবিবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!